তথ্যপ্রযুক্তিরাজস্ব
ভ্যাট বাড়ানো প্রস্তাব: বাড়তে পারে মোবাইলের দাম
ঢাকা অর্থনীতি ডেস্ক: আসন্ন (২০২৩-২৪) বাজেটে দেশে উৎপাদিত মোবাইলের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়তে পারে মোবাইলের দাম।
বৃহস্পতিবার(পহেলা জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তিন ধরনের দেশি কম্পানির মোবাইলের ওপর উৎপাদন পর্যায়ে ভ্যাট বসানোর প্রস্তাব করেছেন। প্রথমত, যেসব প্রতিষ্ঠান যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নিজেরাই বানাবে এবং মোবাইল উৎপাদন করবে, সেসব কম্পানির ওপর ২ শতাংশ হারে ভ্যাট বসবে।
এখন এ ক্ষেত্রে কোনো ভ্যাট নেই।
দ্বিতীয়ত, যেসব প্রতিষ্ঠান মোবাইল সংযোজন করে, তাদের ক্ষেত্রে দুইভাবে ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। যেমন কমপক্ষে দুটি যন্ত্রাংশ নিজেরা বানিয়ে মোবাইল তৈরি করলে এখন ৩ শতাংশ হারে ভ্যাট দিতে হয়, এখন তা বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে।
তৃতীয়ত, যারা সব যন্ত্রাংশ আমদানি করে শুধু দেশে সংযোজন করে, সেসব প্রতিষ্ঠানের ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট বসবে, এখন ৫ শতাংশ হারে ভ্যাট বসে।
দেশে এখন ১৪টি প্রতিষ্ঠান মোবাইল উৎপাদন করছে। দেশে বছরে স্মার্টফোনের চাহিদা প্রায় এক কোটি। এর অধিকাংশই মেটানো হয় দেশে তৈরি মোবাইল দিয়ে।