দেশজুড়ে
৪ দিনের সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিলেন সাদিয়া
ঢাকা অর্থনীতি ডেস্কঃ এসএসসি পরীক্ষার্থী সাদিয়া খাতুন। পরীক্ষার চারদিন আগে সন্তান জন্ম দেন তিনি। সেই শিশুসন্তানকে নিয়েই রোববার বাংলা প্রথমপত্র পরীক্ষা দেন তিনি।
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সাদিয়া খাতুন উপজেলার পৌর এলাকার খালধারপাড়া গ্রামের টুটুল শেখের মেয়ে। সে আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী।
পরীক্ষার্থী সাদিয়া খাতুন বলেন, বাচ্চা হয়েছে চারদিন আগে। অনেক সময় ধরে পরীক্ষা দিতে হয়। তাই চার দিনের বাচ্চাকে বাড়িতে রাখা সম্ভব হয়নি। এজন্য বাচ্চাকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষা শুরু হলে ওর ফুপুর কাছে রেখে গিয়েছিলাম। তবে কয়েক বার এসে বাচ্চার কান্নাও থামিয়েছি।
ওই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রে সাদিয়া খাতুন চারদিনের শিশু নিয়ে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার সব নিয়ম মেনে শিশুটির নিরাপত্তা দেওয়া হয়েছে।
শৈলকুপা এসএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন, বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নিয়েছেন চার দিনের সন্তান নিয়ে এক শিক্ষার্থী। বাকি পরীক্ষাগুলো যেন সঠিকভাবে দিতে সেজন্য সার্বিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
/এন এইচ