দেশজুড়ে
৩ কোটি ৬৩ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে ৩.৬৩ কোটি টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।
অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসুরিগণ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা-কর্মী, শিল্পী ও খেলোয়াড়বৃন্দ।
সোমবার (১৫ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে এসব ব্যক্তি ও সংগঠনকে অনুদানের টাকার চেক হস্তান্তর করেন।
এর মধ্যে দিনাজপুর জেলা আইনজীবী সমিতিকে এর ভবন নির্মাণের জন্য এক কোটি টাকা, কয়েকজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসুরিকে ৩৬ লাখ টাকা এবং বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মী, শিল্পী ও খেলোয়াড়কে দুই কোটি ২৭ লাখ টাকা অনুদান দেন।