শিল্প-বানিজ্য
দেশে শিল্প বিপ্লব ঘটবে আগামী ৫ বছরে : শিল্পমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বড় বড় দেশ বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসছে। এরইমধ্যে সরকার বেশ কিছু অর্থনৈতিক অঞ্চল ও শিল্প নগরীও গড়ে তুলছে। ফলে আগামী ৫ বছরে দেশে শিল্প বিপ্লব হবে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে। দেশের বিভিন্ন ক্ষেত্রেই অনেক উন্নয়ন সাধন করেছে সরকার এবং এই উন্নয়নের বিশাল একটি প্রভাব পড়বে দেশের শিল্পে।
সংবর্ধনা অনুষ্ঠানটির মাধ্যমে দীর্ঘদিন পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে একই মঞ্চে সমবেত হয়েছেন জেলার সব এমপিসহ জেলার শীর্ষ আওয়ামী লীগ নেতারা।