দেশজুড়ে

বাজারে আসছে ১ হাজার টাকা নতুন নোট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাজারে আসছে ১ হাজার টাকা মূল্যমানের ব্যাংক নতুন নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সংবলিত এ নোট বৃহস্পতিবার ইস্যু করা হবে।

বাংলাদেশ ব্যাংক বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সই করা এক হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।

এতে বলা হয়, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। এছাড়া বর্তমানে প্রচলনে থাকা এক হাজার টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close