ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে রডের দোকানে ডাকাতি
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে অস্ত্রের মুখে জিম্মী করে একটি রডের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের হামলায় এক নিরাপত্তাকর্মী আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ।
রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাই থানা বাসস্ট্যান্ডে অবস্থিত বাতেন ট্রেডার্স নামের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।
দোকানের মালিক আবদুল মালেক জানান, আমরা দুই ভাই মিলে ব্যবসা পরিচালনা করি। ভোরে জানতে পারি দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা নিরাপত্তা কর্মীকে মারধর করে বেধে রেখে দোকানের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে। দোকানের সিসিটিভি ক্যামেরায় দেখা যায় রাত ২টার দিকে একটি পিকআপ নিয়ে ৫-৬ জনের ডাকাত দল দোকানে আসে। প্রায় ৭ টন রড লুটে নিয়ে রাত ৩ টা ২৫ মিনিটে তারা চলে যায়। পরে থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে আসে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতরা নিরাপত্তা কর্মীকে জিম্মি করে রড ও নগদ টাকা লুটে নিয়েছে। আমরা তদন্ত করছি। এ ঘটনায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।