আমদানি-রপ্তানীপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

বাংলাদেশে রপ্তানি বেড়েছে পাকিস্তানের

ঢাকা অর্থনীতি ডেস্ক: বিশ্বব্যাপী চলছে অর্থনৈতিক টালমাটাল অবস্থা। বিশ্বের অর্থনৈতিক মন্দা ও দেশীয় নানা রাজনৈতিক প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ পাকিস্তানের অর্থনীতিতে। এতে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। তবে এর মধ্যেই ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (গত বছরের জুলাই থেকে ডিসেম্বর) বাংলাদেশে রপ্তানি বেড়েছে দেশটির।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্টেট ব্যাংক অব পাকিস্তানের পরিসংখ্যানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ আঞ্চলিক ৯টি দেশে সামগ্রিকভাবে পাকিস্তানের রপ্তানি কমেছে ১১ দশমিক ৯৩ শতাংশ। তবে উল্টো চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। চলতি অর্থবছরে দেশটি থেকে বাংলাদেশে রফতানির পরিমাণ বেড়েছে।

গত জুলাই-ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের মোট রপ্তানি আয় ১৪ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। তবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান আফগানিস্তান, চীন, শ্রীলঙ্কা, ইরান ও মালদ্বীপে পাকিস্তানের মোট রফতানি নেমে এসেছে ১ দশমিক ৮৯৭ বিলিয়ন মার্কিন ডলারে, যা মোট রফতানির মাত্র ১৩ দশমিক ৩১ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ। এ সময় দক্ষিণ এশিয়ার এ দেশটির বাংলাদেশে রফতানির পরিমাণ দাঁড়ায় ৪২০ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০২২ অর্থবছরের একই সময়ে ছিল ৩৯৯ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে বাংলাদেশে বাড়লেও ভারত ও শ্রীলঙ্কায় কমেছে পাকিস্তানের রপ্তানি। আগের বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ভারতে পাকিস্তানের রফতানি কমেছে ৭৫ শতাংশ। আর শ্রীলঙ্কায় কমেছে ৮ দশমিক ১ শতাংশ।

Related Articles

Leave a Reply

Close
Close