তথ্যপ্রযুক্তি
‘প্রথম ধাপে ২৭ জেলায় নির্মিত হবে তথ্য কমপ্লেক্স’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জেলা প্রশাসকদের দাবি অনুযায়ী, প্রথম ধাপে দেশের ২৭ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। বাকি জেলাগুলোতেও তথ্য কমপ্লেক্স হবে। এজন্য স্থান নির্বাচন করতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। সেসব কমপ্লেক্সে অত্যাধুনিক ব্যবস্থাসহ সিনেমা প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ডিসিদের সঙ্গে অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
দেশে ৯ কোটির বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এ তথ্য জানিয়ে হাছান মাহমুদ বলেন, এর যেমন ভালো দিক আছে, তেমনই খারাপ দিকও আছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, সর্বস্তরের মানুষের ডিজিটাল সিকিরিউটি নিশ্চিত করতে আইসিটি অ্যাক্ট করা হয়েছে। এর যেন অপব্যবহার না হয় সে বিষয়ে সরকারের সদয় দৃষ্টি রয়েছে। এ বিষয়ে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, বিদেশি বিজ্ঞাপন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।