দেশজুড়েপ্রধান শিরোনাম
কারাগারে ফ্যানে ঝুলে ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি
ঢাকা অর্থনীতি ডেস্ক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে নজরুল ইসলাম (৩০) নামে ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আত্মহত্যা করেন। নজরুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাবদা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
কাশিমপুর কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেন।
সুব্রত কুমার বলেন, বুধবার সকালে কারাগারের ভেতর ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে নজরুল। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্ত্রী ও সন্তান হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা পেয়ে ওই কয়েদি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন। ২০২১ সালের ২০ মার্চ তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
এদিকে কারাগারের সেলে কীভাবে বন্দি আত্মহত্যা করল–এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রথমে বিষয়টি আমাদের এক কারারক্ষী গোপন করেছিল। পরে তাকে বরখাস্তও করা হয়েছে। এ ঘটনায় দায়িত্বরত আরও দুজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হচ্ছে।’