তথ্যপ্রযুক্তি
আসল আইফোন চেনার সবচেয়ে সহজ উপায়
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আইফোনের দাম সাধারণত অনেক বেশি হওয়ার ফলে ক্রেতাদের একটা বড় অংশ পুরোনো আইফোন কেনার দিকে ঝুঁকে থাকেন। তবে আসল আইফোন চেনার নিয়ম গুলি না জানা থাকায় অনেকেই নকল আইফোন কিনে প্রতারিত হন। আসল আইফোন চেনার নিয়ম গুলি নিয়ে আলোচনা করা হল-
প্রথমে আইফোনের প্যাকেজিং ভালোভাবে চেক করা জরুরি। আইফোনের বক্সে মডেল নম্বর, সিরিয়াল নম্বর এবং আইএমইআই নম্বর রয়েছে। আইফোনের ‘জেনারেল’ থেকে ‘অ্যাবাউট’ অপশনে গিয়ে আইএমইআই নম্বর মিলিয়ে নিতে হবে। নম্বরটি না মিললে বুঝতে হবে আইফোনটি নকল।
নকল আইফোন চেনার আরেকটি কার্যকরী উপায় হচ্ছে এর সিরিয়াল নম্বর দেখা। সিরিয়াল নম্বর চেক করতে – লিংকে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে আইফোনের সিরিয়াল নম্বর ইনপুট দিলে ফোনটির মডেল, বিক্রয়োত্তর সেবার মেয়াদ সহ ফোন সম্পর্কিত যাবতীয় দেখাবে। যদি কিছু না আসে তাহলে বুঝতে হবে আইফোনটি নকল।
আইফোনের বাক্স সঙ্গে না থাকলেও আইএমইআই নম্বর চেক করার সুযোগ রয়েছে। এ জন্য – এই লিংকে যেতে হবে। ওয়েবসাইটে আইএমইআই নম্বরটি লিখে সার্চ করলে ফোন সম্পর্কে বিস্তারিত তথ্য আসবে।
/আরএম