বিনোদন
রাহুল-আথিয়ার বিয়ে সম্পন্ন
ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার কে এল রাহুল ও বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি এখন বিবাহিত দম্পতি। অভিনেতা সুনীল শেঠির বাড়িতেই নিকটাত্মীয় ও বন্ধু-পরিজনদের নিয়ে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে।
এদিকে কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও রাহুল-আথিয়ার বিয়ের ছবি প্রকাশ হয়ে গেছে অনলাইনে। ছবিগুলো প্রকাশ হওয়া মাত্র বিদ্যুতের গতিতে ভাইরালও হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি শেরওয়ানিতে কেএল রাহুল এবং আইভরি লেহেঙ্গায় পাত্রী আথিয়া শেঠি মন্ডপে বসে আছেন। মন্ডপে বিয়ের কার্যক্রম চলছে এবং হাসিমুখেই একে অপরের হাতে হাত রেখেছিলেন দুজন। তাদের সাত পাঁক ঘোরার ছবিও প্রকাশ হয়েছে। অন্য আরেকটি ছবিতে আথিয়ার হাতে চুমুও দিতে দেখা যায় রাহুলকে।
এদিকে, বিয়ের অনুষ্ঠানের পর সুনীল ও তার ছেলে আহান পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করতে বেরিয়ে পড়েন। সেখানে পাপারাজ্জিদের সামনে অভিনেতা নতুন শ্বশুর হওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বিয়ের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত প্রকাশ করে সুনীল বলেন, ‘ঘনিষ্ঠ কিছু ব্যক্তি ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনেক চমৎকার একটি আয়োজন হয়েছে। আথিয়া এবং রাহুল এখন বিবাহিত। আমিও অফিসিয়ালি শ্বশুর হয়ে গেছি।’
বিয়ের সংবর্ধনার বিষয়ে জানতে জানতে চাইলে সুনীল জানান, আইপিএল শেষ হলে এই বিষয়ে পরিকল্পনা করা যাবে।
এর আগে বিশেষ সূত্রে জানা যায়, মে মাসে আইপিএল শেষে বড় পরিসরে ক্রিকেট ও বলিউড তারকাদের নিয়ে আথিয়া ও রাহুলের বিবাহোত্তর সংবর্ধনা দেওয়া হবে। কে এল রাহুলের ক্রিকেট সঙ্গীদের পাশাপাশি সুনীল ও আথিয়ার বলিউড সঙ্গীরাও যোগ দেবেন সেই অনুষ্ঠানে।
সূত্র : হিন্দুস্তান টাইমস