প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: সাভারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৭ থেকে ৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে সাভারের সিএন্ডবি- কলমা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহতের মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ফজলুল ফকির (৪০), সাভারের পোশাক শ্রমিক নাসির (৪০), কলেজ শিক্ষার্থী ফায়িম (১৯)। আহতের পরিচয় জানা যায়নি।
নিহত ফায়িমের বন্ধু শফিকুল বলেন, নাইম, শাওন ও ফায়িম মিলে জাহাঙ্গীনগর থেকে লেগুনায় করে ফিরছিল। পরে শুনি এক্সিডেন্ট করেছে। হাসপাতালে এসে দেখি ফায়িম মারা গেছে। বাকী দুই বন্ধুর খোঁজ পায়নি।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম, এ ঘটনায় ৩ জনের মরদেহ এসেছে। আরও প্রায় ৭-৮ জন আহত আছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে, কয়েকজন আহত হয়েছে। আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া লেগুনা ও বাসটি জব্দ করা হয়েছে।