আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর একটি দল। পরে তাদের আশুলিয়া থানা হস্তান্তর করা হয়।
বৃস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে আশুলিয়া থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়। এরআগে সকালে ৭ টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে এই ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৪ একটি দল। এসময় তাদের ব্যাগ তল্লাসী করে ১২২ বোতল ফেনসিডিল জব্দ করে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকার আশ পাশ এলাকা বিক্রি করে।
গ্রেপ্তারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার জাহাঙ্গীর আলম (৪৫), মোঃ ইব্রাহিম (৫০), ও শফিকুল ইসলাম (২৬)।
র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আসামীদের আশুলিয়ায় থানায় হস্তান্তর করেছে।
র্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা মাদক ব্যবসা কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।