প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে কারখানায় আগুন লাগানোর অভিযোগে দুই শ্রমিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগানোর অভিযোগে দুই শ্রমিককে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে আদালতে পাঠানো হয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।
গ্রেপ্তারকৃতরা হলেন কারখানার পলিম্যান রংপুর কোতোয়ালি থানার পাগলাপীর এলাকার মৃত হাফিজুর রহমানের মেয়ে তহুরা বেগম (৪০) এবং সুপারভাইজার মাগুরা সদর থানার ফুলবাড়ি এলাকার রাজ্জাক মোল্লার ছেলে হালিমুজ্জামান (৩৬)।
তারা সাভারের ইমান্দীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভারের মজিদপুরে পাকিজা নিট কম্পোজিট কারখানার আট তলায় প্যাকিং সেকশনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সেখানকার নিরাপত্তাকর্মী ও অন্য শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর অভিযুক্ত দুজনকে সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে দেয় কর্তৃপক্ষ।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শ (এসআই) মজিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে সিসিটিভি ফুটেজসহ বেশ কিছু প্রমাণ আছে। সেগুলো আমরা এখনো হাতে পাইনি। ’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘তাদের আগুন লাগানোর বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে আগুন লাগানোর বিষয়ে তাদের উদ্দেশ্য কী ছিল তা জানার চেষ্টা চলছে। ’