খেলাধুলা

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল; ঢাকায় নিরাপত্তা জোরদার

ঢাকা অর্থনীতি ডেস্ক: কাতার বিশ্বকাপের ফাইনাল আজ। আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের। রবিবার লুসাইল আইকনিক স্টেডিয়ামে শেষ হাসি কারা হাসবে সেটা এখনই বলার উপায় নেই। তবে এই খেলাকে কেন্দ্র করে ঢাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক থাকবে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ ও এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীতে যতগুলো স্পটে বড় পর্দায় খেলা দেখানো হবে সবগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। ঢাকার আট বিভাগের ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন।

এদিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, র‍্যাবের রুটিন প্যাট্রল ও চেকপোস্ট থাকবেই। পাশাপাশি ফুটবল খেলাকেন্দ্রিক নাশকতা, সহিংসতা কিংবা সংঘাতের কোনো তথ্য পাওয়া গেলে র‍্যাবের পর্যাপ্ত ফোর্স মুভ করবে।

আজকের ফাইনাল ম্যাচ বড় পর্দায় দেখা যাবে ঢাকার বেশ কিছু এলাকায়। এর মধ্যে রয়েছে মতিঝিলে বাফুফে ভবনের সামনের লন, ধানমণ্ডির রবীন্দ্রসরোবর, উত্তরা রবীন্দ্রসরণি, মানিক মিয়া এভিনিউ, হাতিরঝিলে মুজিব চত্বর, গুলশান-২ নগর ভবন, মোহাম্মদপুর বছিলার লাউতলা খালসংলগ্ন মাঠ, প্যারিস রোডসংলগ্ন মাঠ, কাচকুড়া কলেজ মাঠ, শ্যামলী পার্ক, খিলগাঁও তালতলা মার্কেট, সরকারি তিতুমীর কলেজ চত্বর ও বসুন্ধরা সিটি শপিং মলের সামনে। পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, মতিঝিলের মধুমতী সিনেমা হলে বড় পর্দায় খেলা দেখা যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close