বিশ্বজুড়ে
দ.আফ্রিকায় বন্যায় ১৪ জনের প্রাণহানি
ঢাকা অর্থনীতি ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। জোহান্সবার্গের জুকস্কেই নদীর পাড়ে ধর্মীয় একটি অনুষ্ঠানে অংশ নেয়ার সময় আকস্মিক বন্যা দেখা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ধর্মীয় অনুষ্ঠানটিতে অংশ নেয়া ৩০ জনের বেশি পুণ্যার্থী এসময় পানির তোড়ে ভেসে যান। এই ঘটনায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ দমকল কর্মীরা।
বর্ষাকালে দক্ষিণ আফ্রিকার নদীগুলো বৃষ্টির কারণে হঠাৎ করেই ভয়ঙ্কর হয়ে ওঠায় নদীর পাড়ে যেকোন অনুষ্ঠানের ব্যাপারে সতর্কতা জারি রেখেছে প্রশাসন।