আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১২ নভেম্বর) সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় প্রকল্পের স্টক ইয়ার্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি এ নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পরে ১১টায় উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এই ২৪ কিলোমিটার এক্সপ্রেসওয়ে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সঙ্গে সংযুক্ত করবে। তবে এ এক্সপ্রেসওয়ে ব্যবহারের ক্ষেত্রে যানবাহনগুলোকে টোল দিতে হবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্থানীয় সাংসদ ও দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মী, প্রকল্প সংশ্লিস্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close