আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় ভোক্তাদের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি পর থেকে সাভারে ভোক্তারা তুলে ধরছেন ভোগান্তি ও ক্ষোভের কথা। শুক্রবার রাতে পাম্পগুলো ক্রেতাদের সাথে বাকবিতণ্ডা ও ভাঙ্গুচের ঘটনাও ঘটেছে। রাতে কিছু পাম্প বন্ধ রাখলেও ভোর থেকে খুলে দিয়েছেন। নির্ধারিত নতুন দামে তেল বিক্রি করছেন পাম্পগুলো।
শনিবার (৭ আগস্ট) সকাল থেকে বাকবিতণ্ডতার সাভারে এই চিত্র বদলে গেলেও পাম্পে আসা ভোক্তাদের হতাশা ও ক্ষোভ দেখা গেছে। তবে বিগত দিনের তুলনায় তেল নিতে আসা যানবাহনের সংখ্যা ছিল অনেকটাই কম। যারা এসেছেন তারাও তুলনামুলক কম তেল নিচ্ছেন। এদিকে গত রাতে সাভারের আশুলিয়ার টিএস পাম্পে তেল নিতে আসা অনেকে উত্তেজিত হয়ে পড়ে। এসময় পাম্পের কাউন্টারের গ্লাস ভাঙ্গচুর করে।
ডিইপিজেডে একটি কারখানায় কর্মরত ইমন বলেন, অফিসের কাজের প্রয়োজনে আশুলিয়া থেকর গাজীপুরে যেতে হয়। মোটরসাইকেলে যাতায়েত বাবদ ২০০ টাকা দেন অফিস। তেলের দাম বাড়লেও যাতায়েত বিল বাড়েনি। এখন বাড়িত টাকা আমার নিজের পকেট থেকে যাবে। সরকার আমাদের বেতন বাড়ানোর ব্যবস্থা করুক, তাহলে আমাদের সমস্যা নেই।
এদিকে অপর একজন মোটরসাইকেল আরোহী পাম্প এসে তেলে নতুন দেখে হতবাক হন। তিনি বারা বার তেলে দাম কত বেড়েছে , কেন বেড়েছে নানা প্রশ্ন করছেন পাম্মকর্মীদের।
আশুলিয়ার বাইপাইলে একটি দুরপাল্লার বাসের টিকেট কাউন্টারের সুপারভাইজার শাহিন হোসেন বলেন, সকাল থেকে আমাদের পরিবহনের যে বাস আসার কথা, তা আসছে না। মালিক বলছে বাস তাদের নির্ধারিত ডিপো নিয়ে রাখতে। তেলে বাড়তি দামের সাথে ভাড়া সম্বনয় না হলে বাস হয়তো ছাড়বে না।
টিএস পাম্পের ব্যবস্থাপক আসাদুজ্জামান বলেন, জ্বালানী তেলের দাম বৃদ্ধির ফলে গতরাতে হঠাৎ করে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের উপচে পড়া ভিড় শুরু হয়। লম্বা লাইনের সৃষ্টি হয়। এসময় কেউ কেউ উত্তেজিত হয়ে পড়েন। তবে আমরা চেষ্টা করেছি তেল সরবারহ করার। তবে রাত ১২টার পর নতুন দামে তেল বিক্রি করেছি। তবে আজকে সকাল থেকে যানবাহনের চাপ নেই। যারা আসছেন তাদেরও নতুন দামের বিষয়টি বার বার অবগতি করে তেল বিক্রি করছি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, তেলে দাম বৃ্দ্ধির বিষয়টি নিয়ে আমাদের এরিয়া কোথাও কোন বিশৃঙ্খলার খবর নেই। তবে বিগত দিনের তুলনায় আজকে সড়ক-মহাসড়কের সব ধরনের যানবাহনের সংখ্যা তুলনামুলক অনেক।
/এএস