প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

প্রশ্ন ফাঁস : মাউশি কর্মকর্তা গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্ক: নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টন নামের ওই কর্মকর্তা ৩১তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। আজ সোমবার (২৫ জুলাই) তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার করা হয় মাউশির দুই কর্মচারীকে।

তেজগাঁও (ডিবি) বিভাগের এডিসি শাহাদাত হোসেন সোমা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগে এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই জিজ্ঞাসাবাদে প্রশ্ন ফাঁসের ঘটনায় মিল্টনের জড়িত থাকার কথা জানিয়েছেন। তাদের তথ্যের ভিত্তিতে মিল্টনকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close