বিশ্বজুড়ে

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১০৫

ঢাকা অর্থনীতি ডেস্ক: জমি নিয়ে বিরোধের জেরে সুদানের ব্লু নিল রাজ্যে জাতিগত সংঘর্ষে ১০৫ জন নিহত হয়েছেন। এ সংঘর্ষে আহত হয়েছেন আরও ২৯১ জন। বুধবার রাজ্যটির স্বাস্থ্য মন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এর আগে গত ১১ জুলাই ইথিওপিয়া এবং দক্ষিণ সুদানের সীমান্ত রাজ্যটিতে বার্টি এবং হাউসা জাতিগোষ্ঠীর সদস্যদের মধ্যে লড়াই শুরু হয়।

এ বিষয়ে ব্লু নিল রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জামাল নাসের বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার থেকে সেনা মোতায়েনের ফলে লড়াই কিছুটা কম হয়েছে। বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়াই এখন বড় চ্যালেঞ্জ।

গত মঙ্গলবার জাতিসংঘ জানায়, লড়াই শুরু হওয়ার পর প্রায় ১৭ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এদের মধ্যে ১৪ হাজার মানুষ আল-দামাজিনের তিনটি স্কুলে আশ্রয় নিয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জাতিসংঘ পাঁচ লাখ ৬৩ হাজার মানুষকে সহায়তা দেয়। সুদানে ভূমি, গবাদিপশু নিয়ে নিয়মিত মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্র: এনডিটিভি

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close