শিল্প-বানিজ্য

রফতানিকারকরা ডলার বিক্রি শুরু করেছে

ঢাকা অর্থনীতি ডেস্ক: রফতানিকারকরা ডলার বিক্রি শুরু করেছেন। প্রত্যাবাসন কোটার (ইআরকিউ) সীমা অর্ধেক কমিয়ে আনায় উদ্বৃত্ত ডলার বিক্রি করছেন তারা। এদের মধ্যে কেউ কেউ ডলার বিক্রি করছেন ব্যাংকের কাছে, কেউবা আমদানিকারকদের কাছে।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্রানুসারে, ব্যাংকগুলোর কাছে ইআরকিউর ৭৪ কোটি ৪০ লাখ ডলার জমা ছিল। গতকাল বুধবার (২০ জুলাই) পর্যন্ত এর মধ্যে থেকে ২৪ কোটি ৭০ লাখ ডলার ছেড়েছেন রফতানিকারকরা। সামনে আরও ১০ কোটি ডলার বিক্রি করতে হবে।

এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তারা বলছেন, ৯৮ থেকে ১০০ টাকার মধ্যে ডলার বিক্রি করছেন রফতানিকারকরা। ব্যাংক তাদের থেকে ডলার কিনে কিছুটা বেশি দামে আমদানিকারকদের কাছে বিক্রি করছে। যেসব আমদানিকারক সরাসরি কিনতে পারছেন, তারা কিছুটা কম দামে ডলার পাচ্ছেন।

এর আগে গত সপ্তাহে সংকট কমাতে নতুন চারটি সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের ডলার ধারণের সীমা (এনওপি) হ্রাস, রফতানিকারকের প্রত্যাবাসন কোটায় (ইআরকিউ) ধারণ করা ডলারের ৫০ শতাংশ নগদায়ন, ইআরকিউ হিসাবে জমা রাখার সীমা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা এবং অফশোর ব্যাংকিং ইউনিটের বৈদেশিক মুদ্রার তহবিল অভ্যন্তরীণ ব্যাংকিং ইউনিটে স্থানান্তরের সিদ্ধান্তের পাশাপাশি ৫০ লাখ ডলারের বেশি মূল্যের বেসরকারি যেকোনো আমদানি ঋণপত্র (এলসি) খোলার ২৪ ঘণ্টা আগে তা কেন্দ্রীয় ব্যাংককে জানানোর নির্দেশ দেয়া হয়।

রফতানিকারকদের ইআরকিউ হিসাবে বৈদেশিক মুদ্রা জমার পরিমাণ ৫০ শতাংশ কমিয়ে দেয়া হয়েছে। এর ফলে পোশাক খাতের রফতানিকারকরা ১৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৭ শতাংশ, সেবা খাতের রফতানিকারকরা ৬০ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ এবং আইসিটি খাতের উদ্যোক্তারা ৭০ শতাংশের পরিবর্তে ৩৫ শতাংশ ডলার ইআরকিউ হিসাবে রাখতে পারবেন বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close