দেশজুড়ে
হেঁটে পদ্মা সেতু পাড়ি দিয়ে স্বপ্নপূরণ
ঢাকা অর্থনীতি ডেস্ক: স্বপ্নের পদ্মা সেতুতে স্বপ্নযাত্রা। তা-ও আবার হেঁটে। পদ্মা সেতু চালুর প্রথম দিন সকালে অনেকে এভাবেই পাড়ি দিয়েছেন পদ্মা নদী।
খুলেছে স্বপ্নের দ্বার। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে সড়ক বন্ধন। রোববার (২৬ জুন) পদ্মাপাড়ে নতুন সকাল দেখল দক্ষিণাঞ্চলের মানুষ। সবার জন্য খুলে দেয়া হলো স্বপ্নের পদ্মা সেতু।
মাওয়া প্রান্তে টোল দিয়ে প্রথম পার হয় একটি মোটরসাইকেল। সকাল ৬টায় টোল প্লাজা খুলে দেয়া হয়। শুরুর দিনে প্রথম যারা পদ্মা সেতু পার হতে পেরেছেন, দারুণ উচ্ছ্বসিত তারা।
পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিন বিধিনিষেধ ছিল অনেকটা শিথিল। অনেকেই সেতুতে দাঁড়িয়ে কাটিয়েছেন সময়। ভিডিও কলে দূর-দূরান্তের স্বজনদের দেখিয়েছেন সক্ষমতার স্থাপনা।
দীর্ঘদিনের ইচ্ছা পূরণে অনেকে আবার হেঁটে পাড়ি দিয়েছেন ৬.১৫ কিলোমিটারের এই সেতু।
সেতু ঘিরে এরই মধ্যে ২৩টি রুটের বাস অনুমোদন দেয়া হয়েছে। পদ্মা পাড়ি দিতে প্রথম বাসটিকে সাজানো হয় ফুল আর রঙিন কাপড়ে। প্রথম দিন মাওয়া প্রান্তে ৬টি কাউন্টারের মধ্যে ৫টি চালু রাখা হয়।
/এএস