দেশজুড়েপ্রধান শিরোনাম

রাস্তা কাটায় বন্যার পানি দ্রুত নেমে যাচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী

ঢাকা অর্থ নীতি ডেস্ক: সিলেটে বন্যার পানি যাতে দ্রুত সরে যেতে পারে, সে জন্য কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে। কিছু রাস্তা কাটার প্রয়োজন পড়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র। এতে পানি সহজে নেমে যাচ্ছে। এমনটিই বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি আরো বলেন, আরো কোথাও প্রয়োজন হলে রাস্তা কেটে ফেলা হবে।

রোববার (১৯ জুন) সকালে সচিবালয়ে জলাবদ্ধতা ও ডেঙ্গু নিয়ন্ত্রনের প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান মন্ত্রী।

এ সময় তিনি বলেন, ঢাকার নিম্নাঞ্চলে বন্যা হবে সেই সতর্কতা আছে; কিন্তু কী অবস্থায় যাবে বা কতটুকু হবে সেই পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান দেয়নি।

স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, আমাদের কখনো কখনো দুর্যোগ মোকাবেলা করতে হয়। এবারও বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে। এ কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সব প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, জনপ্রতিনিধি, প্রশাসনসহ সবাই প্রধানমন্ত্রীর নির্দেশে বন্যাকবলিত এলাকায় মানুষের পাশে সর্বাত্মকভাবে অবস্থান করছেন।

এর আগে, শনিবার (১৮ জুন) বন্যার পানি নেমে যাওয়ার ক্ষেত্রে কোনো রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তা কেটে ফেলতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Close
Close