বিশ্বজুড়ে
আরও একটি বিমানবাহী রণতরী চালু করল চীন
ঢাকা অর্থনীতি ডেস্ক: শক্তি প্রদর্শনের জন্য আরও একটি বড় সামরিক অগ্রগতি সাধন করেছে চীন। শুক্রবার (১৭ জুন) দেশটি তৃতীয় বিমানবাহী রণতরী চালু করেছে।
বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, ফুজিয়ান নামের রণতরীটির লঞ্চিং অনুষ্ঠানটি সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডে অনুষ্ঠিত হয়েছে।
চীনা রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীন দ্বারা ডিজাইন ও নির্মিত এটি প্রথম ক্যাটাপল্ট-টাইপ এয়ারক্রাফট।
‘টাইপ ০০৩’ রণতরীটির নির্মাণকাজ চীনের সাংহাই শহরের উত্তর-পূর্বাঞ্চলের জিয়াংনান শিপইয়ার্ডে ২০১৮ সাল থেকে শুরু হয়েছিল।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) বিশ্লেষকরা জানিয়েছেন, রণতরী তৈরি ‘চীনের চলমান আধুনিকীকরণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং দেশের ক্রমবর্ধমান সামরিক শৌর্যের প্রতীক।’
গত এপ্রিল মাসে চীনের নৌবাহিনী রণতরীটির একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করে। তাতে দেশটির তৃতীয় বিমানবাহী রণতরী চালুর বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছিল।