আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
প্রধানমন্ত্রীকে জীবননাশের হুমকি ও কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি ও কুটুক্তির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী সমর্থিত সাভার-আশুলিয়া শ্রমিক সংগঠনগুলো।
শুক্রবার (১০জুন) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া প্রেসক্লাব চত্তরে শহীদ মিনারের পাদদেশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক মো.জাকির হোসেনের সভাপতিত্বে ও গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো.সারোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আঃলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম কবির, শ্রমিক নেতা বাকের শেখ, ইমন সিকদার, শাহাবুদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা। আওয়ামী সমর্থিত শ্রমিক সংগঠন মাঠে থাকতে তাদের অসৎ উদ্দেশ্য সফল হবে না। বাংলাদেশের এই অর্জনকে নস্যাৎ ও উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে ধ্বংস করার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী এবং দেশ, জাতি ও রাষ্ট্রবিরোধী চক্র বিএনপি-জামায়াত জোট প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে বারবার।
/এএস