দেশজুড়ে
স্বস্তির বৃষ্টি
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকাসহ সারা দেশে গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাপমাত্রার পারদ বাড়ছিল প্রতিদিনই। এ অবস্থায় এক পশলা বৃষ্টি যেন নগরবাসীর জীবনে নিয়ে এসেছে স্বস্তি।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল থেকে রাজধানীর কাওরান বাজার, বাংলামোটর, ফার্মগেট, মৌচাক, মগবাজার ও মালিবাগ এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। আকাশও মেঘলা হয়ে আছে। ফলে গরমের ভ্যাপসা ভাব কেটে বইছে স্বস্তির বাতাস।
এদিকে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
তিনি বলেন, সাতক্ষীরা, যশোর ও পাবনা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।