দেশজুড়ে

বিএনপির অপপ্রচার কাজের মাধ্যমে জবাব দেবে আ.লীগ: ওবায়দুল কাদের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে কাজের মাধ্যমে আওয়ামী লীগ জবাব দেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৭জুন) সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে ছয় দফা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, যারা ৭ মার্চ ও ৭ জুন বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না।

পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close