আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
সাভারে কৃষ্ণ হত্যা মামলার আসামী গিট্টু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: সাভার পৌরসভা এলাকায় ছুরিকাঘাত করে আলোকচিত্রী কৃষ্ণ সরকারকে হত্যা মামলার সেপাল বাশার ওরফে গিট্টু নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে৷
সোমবার (০৬ জুন) ভোরে শরীয়তপুরের ডামুড্যা থানার নওগাও গ্রামের তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে সাভার মডেল থানায় আনা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস এম শাহারিয়ার বলেন, মোঃ বিল্লাল হোসেনের ছেলে সেপাল বাশার ওরফে গিট্টু ফটোগ্রাফার কৃষ্ণ সরকার হত্যা মামলার ২ নম্বর আসামি । সাভারে ফার্ণিচার দোকানে কাজ করতো গিট্টু। ঘটনার পর সাভার থেকে পালিয়র তার গ্রামের বাড়িতে আত্নগোপনে ছিলোগোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল মঙ্গলবার তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত সোমবার (৩০ মে) রাত সাড়ে ১০ টার দিকে সাভার পৌরসভা এলাকার আরাপাড়া জমিদার বাড়ী পুকুর পাড়ে মাদক সেবনের প্রতিবাদ করায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করার একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ( ১ জুন) কৃষ্ণ সরকারের মৃত্যু হয়। এঘটনায় নিহতের ভাই গোবিন্দ সরকার বাদী হয়ে মুল হোতা নয়নসহ ৪ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন৷