দেশজুড়েপ্রধান শিরোনাম

২৪ ঘণ্টায় সাড়ে ৪১ হাজার ভর্তি আবেদন জমা পড়েছে রাবিতে

ঢাকা অর্থনীতি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন জমা পড়েছে সাড়ে ৪১ হাজার।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় তিন ইউনিটে সর্বমোট ৪১ হাজার ৭৪১টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে আবেদন জমা পড়েছে ১৩ হাজার ৫১৮টি, ‘বি’ ইউনিটে ১২ হাজার ৬৭টি এবং ‘সি’ ইউনিটে ১৬ হাজার ১৫৬টি।

প্রসঙ্গত, গতকাল বুধবার (২৫ মে) দুপুর ১২ থেকে প্রাথমিক আবেদন শুরু হয় এবং চলবে ৯ জুন রাত ১২টা পর্যন্ত। প্রাথমিকভাবে আবেদনকারীদের এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু চূড়ান্ত আবেদনের জন্য নির্বাচিত হবেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close