দেশজুড়ে

ট্রাকচাপায় লেগুনায় থাকা পাঁচ ধান কাটার শ্রমিক নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিরাজগঞ্জে পাথরবাহী ট্রাকচাপায় লেগুনায় থাকা পাঁচ ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক।

বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের রায়গঞ্জের সলঙ্গার রামারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার ছোটপাকা গ্রামের মনির হোসেন ও মকুল হোসেন, বাসাবাড়িয়া গ্রামের আব্দুল হালিম ও মকবুল হোসেন এবং গুরুদাসপুর উপজেলার জুমাইগর গ্রামের হায়দার আলী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেষ রাতের দিকে ঢাকাগামী একটি ট্রাকচাপায় লেগুনার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরো কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি লুৎফর রহমান আরো বলেন, আহতদের সিরাজগঞ্জ ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহীতে আরো একজনের মৃত্যু হয়।

ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক পালিয়েছে। পরে ট্রাক ও দুর্ঘটনায় কবলিত লেগুনাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এদিকে, সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন। তারা সবাই ধান কাটার শ্রমিক।

ঢাকা অর্থনীতি/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close