দেশজুড়ে

পানি বৃদ্ধি, পাটুরিয়ায় দুই ঘাট বন্ধ; অপেক্ষায় শত শত বাহন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পদ্মায় হঠাৎ পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাটুরিয়ায় দুই ঘাট ইতমধ্যে পানির নিচে তলিয়ে গেছে।

শনিবার (২১ মে) সকাল থেকে শত শত পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় অন্তত আট শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির কোনো চাপ নেই। এতে চরম দুর্ভোগে পড়েছেন ট্রাকের চালকরা।

বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার জানান, নদীতে আকস্মিক পানি বৃদ্ধির কারণে ঘাটের পন্টুনগুলো তলিয়ে যাচ্ছে। পাটুরিয়া ঘাটের পাঁচটি ঘাটের মধ্যে এক ও দুই নম্বর ঘাট পানিতে তলিয়ে যাওয়ার কারণে ঘাট দুটি বন্ধ আছে। উভয় ঘাটে একসঙ্গে পন্টুন ডুবে যাওয়ায় উঠাতে সময় লাগছে। আজকের মধ্যে সব ঘাট সচল করা হবে।

বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আব্দুস সালাম বলেন, নৌরুটে ২১টি ফেরির মধ্যে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে। ঘাট সমস্যার কারণে বহরে থাকা বাকি ফেরিগুলো বসিয়ে রাখা হয়েছে। এ কারণে অপেক্ষমাণ যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close