কৃষিশিল্প-বানিজ্য

ইউএস এইড ২ কোটি ডলার দেবে বাংলাদেশকে

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের কয়েকটি অঞ্চলের ইকোসিস্টেম রক্ষায় ২ কোটি ডলারের নতুন প্রকল্প ঘোষনা করেছে ইউএস এইড।

মঙ্গলবার (১০ মে) বিকেলে রাজধানীর একটি হোটেলে যৌথভাবে এই প্রকল্পের ঘোষণা দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং ইউএস এইডের ডেপুটি অ্যাডমিনেস্ট্রেটর ইসোবেল কোলমেন।

পাঁচবছর মেয়াদী এই প্রকল্প পরিচিত হবে “প্রতিবেশ” নামে। মূলত সুন্দরবন এবং সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে এই প্রকল্প কাজ করবে। জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ কৃষিপদ্ধতি কাজে লাগিয়ে এবং ব্যবসায়িক দক্ষতা বাড়িয়ে আয়ের ক্ষেত্র বাড়ানো, বন থেকে প্রাকৃতিক সম্পদ আরোহন করে তা ধ্বংস না করে কি করে জীবিকা নির্বাহ করা যায়-সে বিষয়গুলো নিয়ে প্রতিবেশ কাজ করবে। গত ২৫ বছরে ইউএস এইড বাংলাদেশের ২৫ লাখ একরের বেশি জলাভূমি ও জলাশয় রক্ষা করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close