দেশজুড়েপ্রধান শিরোনাম
আজও বৃষ্টি হতে পারে
ঢাকা অর্থনীতি ডেস্ক: আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীসহ উত্তর ও মধ্যাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজ শনিবারও ( ৭ মে) হতে পারে। সেই সঙ্গে আকাশে বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যদিকে বঙ্গোপসাগরে দক্ষিণ আন্দামানের কাছে একটি লঘুচাপ তৈরি হয়েছে। সাগরের উত্তাপ বেড়ে যাওয়ায় লঘুচাপটি আজ রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে তা শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো নিশ্চিত করেনি আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হোক বা না হোক, আগামী এক সপ্তাহ দেশের আবহাওয়া অস্থির থাকতে পারে। সাগরে একদিকে নিম্নচাপের আশঙ্কা। আর দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত কালবৈশাখী ও বৃষ্টি হতে পারে। অন্যদিকে দিনে আকাশ মেঘমুক্ত থাকায় দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা বা গরম আরও বাড়তে পারে। ফলে সাগর থেকে পাহাড়—সব স্থানেই বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি দ্রুত নিম্নচাপে পরিণত হয়ে আগামী দু–তিন দিনের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোতে পারে। ফলে আগামী দু–তিনের আগে নিশ্চিত করে বলা যাবে না সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শেষ পর্যন্ত কেমন শক্তি নিয়ে কোথায় আঘাত করতে পারে। আন্দামান সাগরের যে এলাকায় লঘুচাপটি তৈরি হয়েছে, সেখানকার তাপমাত্রা গতকাল ছিল ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।