দেশজুড়েপ্রধান শিরোনাম
ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষ;সাত কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
ঢাকা অর্থনীতি ডেস্ক: ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীদের মানববন্ধনের ঘোষণা দেয়া হয়েছে।
মঙ্গলবারের সংঘর্ষ, প্রাণ হানির পর, আজ সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে নিউমার্কেট এলাকায়। কিছু দোকান খোলার প্রস্তুতি চলছে। এদিকে, সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনের কর্মসূচি ঘোষণা দিয়েছে।
ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে সকাল ১০টার দিকে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেয়া হয়।
তিনটি দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করা হবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা, ঢাকা কলেজের অধ্যক্ষ ও এডিসি হারুনকে প্রত্যাহার, অ্যাম্বুলেন্স ও সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা, আহত সকল শিক্ষার্থীদের ব্যয় রাষ্ট্রকে বহন করতে হবে।
/কাইয়ুম