আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
আশুলিয়ায় হেরোইনসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে মোঃ আকরাম আলী (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪। এসময় আটককৃতের কাছ থেকে ৫৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
আটক আকরাম আলী রাজশাহী জেলার বাসিন্ধা।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব। এর আগে গতকাল বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১১.৫০ মিনিটে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (৩০ মার্চ) দিবাগত রাত ১১.৫০ মিনিটে র্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৫৩৩ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ২৫৩০/- টাকা এবং ০১ টি মোবাইলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।
/এএস