দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

মাকে মারধর করে আত্মহত্যার চেষ্টা, কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক: সাভারের বিরুলিয়ায় মাকে মারধর করে আত্মহত্যার চেষ্টা করা সায়েম হাসান রাফি (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বুধবার (৩০ মার্চ) সকাল ১২ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস।

এর আগে রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে এঘটনা ঘটে।

আটক সায়েম বিরুলিয়ার ছোট কালিয়াকৈর গ্রামের আলম মিয়ার ছেলে। সে স্থানীয় রিসডা ইনস্টিটিউট অফ টেকনোলজি এসএসসি পরিক্ষার্থী।

পুলিশ জানায়, গতকাল রাতে ওই এলাকার সায়েম হাসান রাফি তার মায়ের কাছে খরচের টাকা চায়। টাকা না দেওয়ায় তার মা হীরামন বিবিকে মারধর করে। পরে নিজেই আত্মহত্যার চেষ্টা করে সায়েম। এসময় তার মা ‘৯৯৯’ এ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে সায়েমকে উদ্ধার করে এবং মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে। এর আগেও বেশ কয়েকবার একই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এস আই) ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close