শিল্প-বানিজ্য

বিড়ি শ্রমিকদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন

ঢাকা অর্থনীতি ডেস্ক: আগামী বাজেটে বিড়ির ওপর বিদ্যমান শুল্ক কমানো এবং অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

আজ মঙ্গলবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স না দেওয়া, বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন ও নকল বিড়ি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিকরা। মানববন্ধন শেষে এনবিআর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন শ্রমিক নেতারা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন।

এসময় প্রধান বক্তা আব্দুর রহমান বলেন, দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত, হতদরিদ্র, শারীরিক বিকলঙ্গ, বিধবাসহ লাখ লাখ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করেন। অথচ বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানের ষড়যন্ত্রে শিল্পটি ধ্বংস করা হচ্ছে। কিছু দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে সুবিধা পেয়ে বিড়ির ওপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দিচ্ছে। এতে একের পর এক বিড়ি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। যেখানে সিগারেটে অগ্রিম আয়কর ৩ শতাংশ, সেখানে বিড়িতে অগ্রিম আয়কর ১০ শতাংশ। আমরা এ বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহার চাই।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close