দেশজুড়েপ্রধান শিরোনাম
নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে আজ বৈঠক
ঢাকা অর্থনীতি ডেস্ক: রমজান সামনে রেখে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আজ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। বাজারে সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও, বাড়তি দামেই কিনতে হচ্ছে ক্রেতাদের। এতে দিশেহারা সাধারণ মানুষ। এজন্য রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক এবং স্থিতিশীল রাখার লক্ষ্যে এই বৈঠক করবে মন্ত্রণালয়।
সভায় স্টেকহোল্ডারদের সঙ্গে পণ্যের মজুদ, সরবরাহ ও দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।