দেশজুড়ে
জেলা প্রশাসককে ভয় পান সংসদ সদস্যরা: হাইকোর্ট
ঢাকা অর্থনীতি ডেস্ক: ইস্ট ইন্ডিয়ার গভর্নরের নতুন রুপ প্রশাসন, অনেক জেলা প্রশাসককেও সংসদ সদস্যরা ভয় পান এমন মন্তব্য হাইকোর্টের একটি বেঞ্চের। কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বাজার ইজারাকে কেন্দ্র করে, ক্ষতিপূরণ চেয়ে করা রিট আবেদনের শুনানিতে এমন মন্তব্য করে হাইকোর্ট।
নুরুল ইসলাম নামের এক ব্যক্তি কক্সবাজারের রামুর গর্জানিয়া বাজারের ইজারা পায় গত বছরের মার্চে। প্রসাশন থেকে বুঝিয়ে দেয়া হয়, চলতির বছরের শুরুতে। আর এতে যে ক্ষতি হয় তা আদায়ে আদালতের দ্বারস্থ হন ওই ব্যবসায়ী।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ বলেছে, ‘ওই ব্যবসায়ীর রিট আবেদনের শুনানিতে বলেছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেক রুপ আমলারা।’
রিটকারী আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেন, ‘আদালত জানায় এই রাষ্ট্রের মালিক হচ্ছে প্রশাসন আর আমলারা। আমলারা আইনের তোয়াক্কা করে না, সাধারণ জনগণের স্বার্থ দেখে না। তারা এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মত ব্যবহার করছে। জনগণের সেবা এখন আর তারা করছে না। তারা এখন নিজেদের ইচ্ছা এবং স্বার্থ নিয়ে কাজ করে।’