দেশজুড়ে
টিকা নিয়ে ফেরার পথে স্কুলছাত্রী নিহত
ঢাকা অর্থনীতি ডেস্ক: কিশোরগঞ্জের করিমগঞ্জে করোনাভাইরাসের টিকা নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঊর্মি আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে করিমগঞ্জ উপজেলার আয়লায় কিশোরগঞ্জ-চামড়া ঘট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঊর্মি উপজেলার সূতারপাড়া গ্রামের রতন মিয়ার মেয়ে। সে নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, সকালে স্কুলের সহপাঠীদের সঙ্গে করিমগঞ্জে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টিকা নিতে যান ওই স্কুলছাত্রী ঊর্মি। টিকা নেওয়ার পর দুপুরের দিকে একটি অটোরিকশায় করে সে বাড়ি ফিরছিল। করিমগঞ্জ উপজেলা সদরের আয়লা নামক স্থানে অন্য সহপাঠীদের সঙ্গে গাদাগাদি করে বসা ঊর্মি অটোরিকশা থেকে ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা মাটি বহনকারী একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক্টরটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়।
এদিকে দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী অন্তত এক ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।