দেশজুড়ে

ছোট ভাইকে হত্যায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাইবান্ধায় ছোট ভাইকে হত্যা মামলায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন গাইবান্ধা পলাশবাড়ীর ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে তানজির আহমেদ।

আইনজীবী পাবলিক প্রসিকিউটর ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ছোট ভাই শাওনের স্ত্রী রোজিনা বেগম সুন্দরী হওয়ায় তার প্রতি আকৃষ্ট হন বড় ভাই তানজির। রোজিনাকে পাওয়ার জন্য ২০২০ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই তানজির ছোট ভাই শাওনকে জরুরি কথা বলবে বলে ডেকে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই শাওনকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বায়োগ্যাস প্ল্যান্টে ফেলে রেখে যান। পরদিন ৭ জানুয়ারি বড় ভাই বেনজীর আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।

তিনি আরও জানান, তানজির ছোট ভাই শাওনকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

Related Articles

Leave a Reply

Close
Close