দেশজুড়েপ্রধান শিরোনাম
গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসচাপায় দুই পথচারী নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে এলাকায় মেঘলা পরিবহনের বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনার সংবাদ পেয়ে আজ সকাল পৌনে ১০ টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে উদ্ধার কর্মীরা গিয়ে ২ জনের মরদেহ ও ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে। মরদেহ ২টি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইলিয়াস, আলামিন ও ওমর শরীফ নামে আহত তিনজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহত দুই জনই পুরুষ। এরমধ্যে একজনের বয়স আনুমানিক ২২ বছর, অন্যজনের ৩০ বছর। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি আটক করে রেকার দিয়ে থানায় নেয়া হচ্ছে।
/এন এইচ