দেশজুড়ে
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মেয়র তাপসের পরামর্শ
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে রাজধানীবাসী শৃঙ্খলিত গণপরিবহন ব্যবস্থা পাবেন বলে আশা প্রকাশ করেছেন।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন করে এ কথা বলেন তিনি।
এছাড়া ফুটওভার ব্রিজের দুই পাশে নবনির্মিত যাত্রী ছাউনিও পরিদর্শন করেন তিনি।
তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নগরবাসীকে ফুটওভার ব্রিজ ব্যবহার করার পরামর্শ দেন। পাশাপাশি পথচারীবান্ধব নগর গড়ে তুলতে আরও যাত্রীছাউনি ও প্রশস্ত ফুটপাত তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।