বিশ্বজুড়ে
সৌদি আরবেও নতুন ধরন ওমিক্রন শনাক্ত
ঢাকা অর্থনীতি ডেস্ক: মধ্যপ্রাচ্যে দেশ সংযুক্ত আরব আমিরাতে কোভিড-১৯ এর নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। গতকাল বুধবার (১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরব আমিরাতের স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আফ্রিকা মহাদেশের এক নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ওই নারী কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছিলেন।
এদিকে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ সৌদি আরবেও বুধবার ওমিক্রন শনাক্ত হয়েছে।
ওমিক্রন আতঙ্কে সাতটি দেশের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। গত সোমবার (২৩ নভেম্বর) ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়।
সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. ফারিদা আল হোসাইনি জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী নতুন কোভিড-১৯ এর প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে কাজ করছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ ।
তিনি আরও বলেন, পূর্ব সতর্কতা হিসেবে মানুষকে মাস্ক পরিধান, হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ বিষয়গুলো করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত বিস্তার রোধে কাজ করবে।