বিশ্বজুড়ে
আফগানিস্তান-ইরান সীমান্তে সংঘর্ষ
ঢাকা অর্থনীতি ডেস্ক: আফগানিস্তান-ইরান সীমান্তে ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পরে এ ঘটনাকে ভুল বোঝাবুঝি হিসেবে দাবি করেছে উভয়পক্ষ।
আল-জাজিরা জানায়, বুধবার (১ ডিসেম্বর) হিরমান্দ প্রদেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কয়েকজন ইরানি কৃষক সীমান্ত পার হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে এমন ধারণা থেকে গুলি চালায় তালেবান সদস্যরা। জবাবে কামান থেকে গোলা ছুড়ে ইরানি বাহিনী।
পরে উভয়ের মধ্যে আলোচনা শেষে বিষয়টি সমাধান হয়েছে বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ।