দেশজুড়ে
অনিয়মের দায়ে গ্রেপ্তার প্রিসাইডিং অফিসার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় গত রবিবার অনুষ্ঠিত হয়ে যাওয়া পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর পক্ষে ব্যাপক অনিয়মের দায়ে গ্রেপ্তার করা হয়েছে মুজিবুর রহমান (৪৫) নামে এক প্রিসাইডিং অফিসারকে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলাও রুজু করেছেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী।
মামলা রুজুর পর আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তার মুজিবুর রহমান বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
মামলার এজাহারে বলা হয়েছে, নির্বাচনে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উত্তর ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মুজিবুর রহমান বেলা দুইটার দিকে নিজের কক্ষের দরজা আটকে দিয়ে ইচ্ছাকৃতভাবে ব্যালট পেপার বিকৃত বা বিনষ্ট করারসহ ভোট কেন্দ্র থেকে ব্যালট পেপার বাইরে নিয়ে যাওয়া, সরকারি দায়িত্ব পালনে ব্যর্থতা ও সরকারি পদমর্যাদার অপব্যবহার করেছেন তিনি। এসব অপরাধে ওই প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভোটগ্রহণ চলাকালে বেলা দুইটার পর এসব অনিয়ম করার দায়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা মামলা রুজু করেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে উপস্থাপন করলে জেলহাজতে প্রেরণ করেন আদালত।
ওয়ার্ডের সাধারণ সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী কাইছার হামিদ, মোরগ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন, তালা প্রতীকের প্রার্থী সোহরাব অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার আসামি ওসমান গণির (বর্তমানে জেলে) পক্ষে ফুটবল প্রতীকে সিল মেরে বাক্সভর্তি করার প্রস্তুতি নিচ্ছিলেন ওই প্রিসাইডিং অফিসার। বিষয়টি জানালার ফাঁক দিয়ে দেখতে পেয়ে তারা তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। এর পরই নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিসাইডিং অফিসারের কক্ষে গিয়ে ঘটনার সত্যতা পান এবং ফুটবল প্রতীকে সিল মারা বেশকিছু ব্যালট পেপার জব্দ করে। এর পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এসব বিষয় উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবেও জানান।
/এন এইচ