আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

জাপানের কঠোর রপ্তানি নীতি প্রত্যাহারের জন্য মুনের আহবান

ঢাকা অর্থনীতি ডেস্ক: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন দেশটিতে উচ্চ প্রযুক্তির পণ্য রপ্তানিতে নিয়ন্ত্রণ প্রত্যাহার করার জন্য জাপানের প্রতি আহবান জানিয়েছেন।

সোমবার ( ৮ জুলাই) প্রেসিডেন্টের দপ্তরে মুন বলেন যে, তিনি কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ প্রত্যাহার এবং আন্তরিক আলোচনা অনুষ্ঠানের জন্য জাপান সরকারের প্রতি আহবান জানাবেন।

তিনি আরো সতর্ক করেন যে, এই পদক্ষেপ দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর ওপর যদি নেতিবাচক প্রভাব ফেলে সেক্ষেত্রে সাড়া প্রদান করা ছাড়া সওলের কোন পথ থাকবেনা।

সেমিকন্ডাক্টর, অর্গানিক এলইডি ডিসপ্লে এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির পণ্যে ব্যবহৃত সামগ্রী রপ্তানির নীতি গত বৃহস্পতিবার কঠোর করেছে জাপান সরকার। এই পদক্ষেপ নেয়ার পর এটাই মুনের প্রথম মৌখিক প্রতিক্রিয়া।

Related Articles

Leave a Reply

Close
Close