দেশজুড়েপ্রধান শিরোনাম

কলেজছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিল বাস হেলপার

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে রাইদা পরিবহনের হেলপারের বিরুদ্ধে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রামপুরা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনা জানাজানি হলে ওই কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রগতি সরণির রামপুরা বিটিভি ভবন এলাকায় রাইদা পরিবহনের ১৫টি বাস আটকে রাখেন। এতে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মুগদা থেকে ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রী করোনার টিকা নিয়ে রাইদা পরিবহনের একটি বাসে করে বাসায় ফিরছিলেন। রামপুরা পুলিশ বক্সের সামনে নামতে চাইলে তাকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এই খবর ছড়িয়ে পড়লে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা একত্র হয়ে বিটিভি ভবনের সামনের রাস্তায় অবস্থান নেয় এবং রাইদা পরিবহনের ১৫টি বাস আটকে রাখে।

তিনি বলেন, তবে যে বাসের হেলপারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে এখনও আটক করা যায়নি। বাসটিও চিহ্নিত করা যায়নি। আমরা মালিক পক্ষ ও শিক্ষার্থীদের থানায় ডেকেছি। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা চেষ্টা করা হবে। তবে সমাধান হওয়া আগ পর্যন্ত বাসগুলো আটক থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close