শিল্প-বানিজ্য

দেশের ১০০টি ইকোনমিক জোন তৈরা করা হচ্ছে

ঢাকা অর্থনীতি ডেস্ক: তৈরি পোশাক, অটো মোবাইল, হালকা প্রকৌশল, প্রক্রিয়াজাত খাবার, পাটসহ বিভিন্ন খাতে তুর্কি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার (২৯ নভেম্বর) রাজধানীর মতিঝিল এফবিসিসিআই কার্যালয়ে দু’দেশের প্রতিনিধিদলের ব্যবসায়িক বৈঠকে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

জসিম উদ্দিন বলেন, গার্মেন্টস, ফেব্রিক, ওভেন, মাছ, সবজি ও ফল উৎপাদনে বিশ্বে এগিয়ে। বিদেশি যে কোনো ব্যবসায়ী এসব খাতেও বিনিয়োগ করতে পারেন। দুই দেশের মধ্যে ব্যবসা অনেক পুরনো দিনের। তবে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের ১০০টি ইকোনমিক জোন তৈরা করা হচ্ছে। এসব জোনে বিদেশি বিনিয়োগের জন্য অবারিত সুযোগ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের পক্ষ থেকে বিশেষভাবে সহায়তা দেওয়া হচ্ছে লোকাল ও বিদেশি বিনিয়োগকারীদের।

বৈঠকে তুর্কি বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর চেয়ারম্যান হুলিয়া গেডিক বলেন, ঐতিহাসিকভাবেই বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক রয়েছে। দু’দেশের মধ্যে ব্যবসায়িকভাবেও সম্পর্ক অনেক পুরনো। একই মানসিকতা ও সংস্কৃতিমনা হওয়ায় এই সম্পর্ক আরও জোরদার হবে।

তিনি আরও বলেন, ‘সঠিক ও গুণগতমানসম্পন্ন পণ্য বিনিময়ের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ২ বিলিয়নে উন্নীত করা হবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের প্রতিনিধিসহ তুর্কি বাংলাদেশ কাউন্সিলের প্রতিনিধিরা।

Related Articles

Leave a Reply

Close
Close