দেশজুড়ে

বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ফেলে পালাল চোরাকারবারীরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: নেত্রকোনার টকলেটবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

শনিবার (২০ নভেম্বর) রাতে কমলকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সীমান্তবর্তী টকলেটবাড়ী এলাকা থেকে শাড়িগুলো উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

রোববার (২১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (বিজিবি-৩১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া বিওপি’র হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি টিম শনিবার রাতে টকলেটবাড়ী সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দলটি চোরাকারবারীদের মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সীমান্তে ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবি’র সদস্যরা ঘটনাস্থল থেকে চোরাচালানকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করে।

উদ্ধারকৃত শাড়ির বাজার মূল্য ১১ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। রোববার দুপুরে নেত্রকোনা কাস্টমস অফিসে শাড়িগুলো জমা দেওয়া হয়েছে। তবে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করতে পারেনি বিজিবি।

Related Articles

Leave a Reply

Close
Close